জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুলাই: শনিবার স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে দুপুর পর্যন্ত মেদিনীপুর শহরের বটতলা ও জজকোর্টে থাকা বিবেকানন্দের মূর্তিতে কেউ মাল্যদান করেননি। দুপুরে বিষয়টি নজরে আসে মেদিনীপুর শহরের বাসিন্দা তথা মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়ার।
বিকেলে তিনি জলের বালতি ও ফুলের মালা নিয়ে ডেকে নেন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা তথা কেশপুরের মহিষাগেড়্যা এএমএ হাই মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাসকে। দু’জনে বিবেকানন্দের মূর্তিটি জল দিয়ে ধুয়ে দেন এবং মূর্তিতে মাল্যদান করেন। পাশাপাশি জজকোর্টে গিয়েও তাঁরা অরবিন্দ নগরে থাকা বিবেকানন্দের মূর্তিটি জল দিয়ে ধুয়ে দেন এবং মূর্তিতে মাল্যদান করেন। বটতলার মূর্তিটির অবিলম্বে সংস্কার ও রঙ করা প্রয়োজন বলে দুই শিক্ষক জানান।