শিক্ষা সংসদের চেয়ারম্যানের সামনেই হাতাহাতি দুই শিক্ষকের, বংশীহারিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে ধুন্ধুমার কান্ড

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৪ ফেব্রুয়ারি: শিক্ষা সংসদের চেয়ারম্যানের সামনেই ধাক্কাধাক্কিতে জড়ালো দুই শিক্ষক। অবাক দৃষ্টিতে চেয়ে রয়লেন খুদে পড়ুয়ারা। শনিবার বিকেলে এই ঘটনাকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বংশীহারি চক্রের প্রাথমিকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে খুদে পড়ুয়াদের সামনে শিক্ষকদের এমন মারপিটের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

জানা গেছে, এদিন বংশীহারি হাইস্কুল মাঠে ওই চক্রের নিম্নবুনিয়াদি, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রগুলিকে নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। যেখানে উদ্বোধক হিসাবে মন্ত্রী বিপ্লব মিত্রের নাম থাকলেও এদিন তিনি সেখানে অনুপস্থিত ছিলেন। উদ্বোধক হিসাবে হাজির ছিলেন জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা সহ বেশকিছু পদাধিকারীরা। উদ্বোধন অনুষ্ঠান শেষ হতেই অপূর্ব বসাক ও উত্তম খাঁ নামে দুই প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক নিজেদের মধ্যে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার জেরে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় খেলার উদ্বোধনী অনুষ্ঠান।

এদিকে আচমকা শিক্ষকদের মধ্যে এমন মারপিট দেখে স্তম্ভিত হয়ে যান খুদে পড়ুয়ারাও। যদিও পরবর্তীতে অনান্য শিক্ষকরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেন। শিবপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অপূর্ব বসাকের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন সময়ে তাকে নানারকম বাজে কথা বলে উত্যক্ত করছিল উত্তম খাঁ নামে এক শিক্ষক। যা নিয়ে প্রতিবাদ করতেই উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। অন্যদিকে উত্তম খাঁ নামে অপর শিক্ষকের দাবি, ক্রীড়া প্রতিযোগিতার ওই কমিটিতে তাকে রাখবার কথা বলা হলেও অন্যদের আপত্তিতে বাদ পড়ে যান অপূর্ব বসাক। যার কারণে কিছুটা ক্ষিপ্ত ছিলেন তার উপর। এদিন মাঠে ঢুকতেই নানারকম অঙ্গভঙ্গি ও কটুক্তি করে মারমুখী হয় অপূর্ব। একজন শিক্ষকের কাছ থেকে এমন ঘটনা আশা করা যায় না বলেও মন্তব্য করেছেন তিনি। খোদ প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যানের সামনে শিক্ষকদের এমন মারপিটের ঘটনায় রীতিমতো নিন্দার ঝড় উঠেছে গোটা জেলাজুড়ে। খুদে পড়ুয়াদের সামনে শিক্ষকরাই যদি এমনভাবে মারপিটে জড়ায় তবে ছাত্ররাই বা কি শিখবে? এদিনের ঘটনা থেকে উঠেছে সেসব প্রশ্ন।

অপূর্ব বসাক নামে ওই শিক্ষক বলেন, তাকে উদ্দেশ্য করে কটুক্তি করেছিল উত্তম খাঁ। প্রতিবাদ করতেই ধাক্কাধাক্কিতে জড়িয়ে যান উভয়েই।

উত্তম খাঁ বলেন, পদ না পাওয়ায় কিছুটা ক্ষোভে ফুঁসছিলেন। এদিন প্রকাশ্যে তার বহি:প্রকাশ ঘটেছে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

বংশীহারি চক্রের ক্রীড়া প্রতিযোগিতা কমিটির সম্পাদক শুভাশিস সিংহ বলেন, যথেষ্টই নিন্দনীয় ঘটনা। এধরণের ঘটনা অনভিপ্রেত।

বিজেপির বুনিয়াদপুর টাউন সভাপতি বলেন, দুর্ভাগ্যজনক ঘটনা। তৃণমূলের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *