আমাদের ভারত, ব্যারাকপুর, ১০ জুলাই: পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র। ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো টিটাগড় বউ বাজার এলাকায়। টিটাগড় অ্যাংলো ভার্নাকুলার স্কুলের নবম শ্রেণির ছাত্র রৌণক সাউ ও দশম শ্রেণির সুজল দাস বুধবার দেরি করে স্কুলে যায়। দেরি হওয়ার ফলে স্কুলে না ঢুকতে পেরে এই দুই বন্ধু ব্যারাকপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত চাতালের পুকুরে স্নান করতে যায় সেখানেই জলে ডুবে যায় দু’জন।
সূত্রের খবর অনুযায়ী, ঘটনার সময় আরো বেশকিছু স্কুল ছাত্র সেখানে উপস্থিত থাকায় পুরো ঘটনা তারা দেখে ফেলে এবং তারা ওই ছাত্রদের বাঁচানোর চেষ্টা করে। কিন্তু তাদের বাঁচাতে না পেরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুই স্কুল ছাত্রকে পুকুর থেকে উদ্ধার করা হয়।এরপর খবর দেওয়া হয় স্থানীয় টিটাগর থানার পুলিশকে। পুলিশ দুই ছাত্রকে নিয়ে ব্যারাকপুরের বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ হাসপাতালে যান। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার পৌর প্রধান কমলেশ সাউ গোটা বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।