মালদায় ১০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ২ পাচারকারী গ্রেফতার

আমাদের ভারত, মালদা, ১০ ভারত: পাচারের আগেই পুলিশের জালে ধরা পড়ল দুই ব্রাউন সুগার পাচারকারী, উদ্ধার হয়েছে ৫৩০ গ্রাম ব্রাউন সুগার। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ইংলিশ বাজারের মধু ঘাট ৩৪ নম্বর জাতীয় সড়কে হানা দেয়। সেখান থেকে ব্রাউন সুগার সমেত ২ পাচারকারীকে গ্রেফতার করে।

অভিযুক্তদের আজ মালদা জেলা আদালতে তোলা হয়েছে। সোমবার ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান, দুজন ব্রাউন সুগার পাচারকারী তারা মোটরসাইকেলে ফারাক্কার দিক থেকে মালদায় ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ আগেই তাদের ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার হয় ৫৩০ গ্রাম ব্রাউন সুগার যার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। ধৃতদের একজনের নাম পীযুষ মণ্ডল, বাড়ি ফারাক্কা থানার কুলিয়ারায়। অন্যজন প্রেম কুমার মন্ডল, বৈষ্ণবনগর থানার মনডাই এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *