সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ নভেম্বর: ট্রেনে কাটা পড়ে বাঁকুড়ায় দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বিকেলে ও রাতে পৃথক দুটি ঘটনায় দুই ছাত্রের মৃত্যু হয়। শনিবার মৃত দুই ছাত্রের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা
দিতে দেখা যায় প্রতিবেশীদের। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ রেল লাইন থেকে চিৎকার শুনে স্থানীয় লোকজন সেখানে গিয়ে দেখেন যে এক কিশোর ট্রেনে কাটা পড়েছে। ছেলেটির বাড়ি খাটাকাঞ্চনপুরে। কেন্দুয়াডিহিতে টিউশনি পড়তে গিয়েছিল বাঁকুড়া মিশন স্কুলের একাদশ শ্রেণির এই ছাত্রটি। পড়াশুনার জন্য জুনবেদিয়ায় থাকে।
উল্লেখ্য, রেল কর্তৃপক্ষ এখানে পারাপারের রাস্তা বন্ধ করে ওভারব্রিজ বানিয়েছে। ছাত্রটি সেই ওভারব্রিজ ব্যবহার না করে সাইকেল নিয়েও ভারব্রিজের নিচ দিয়ে রেললাইন টপকে প্রাইভেট টিউশনি পড়ে ফিরছিল। এই ঘটনাটি ঘটে দক্ষিণ- পূর্ব রেলের বাঁকুড়া ও ছাতনার মাঝে।
অন্যদিকে সোনামুখি আইআইটির ছাত্র সুজয় ঘোষের দেহ বেলিয়াতোড় থানার রামচন্দ্রপুর এলাকায় রেললাইন থেকে উদ্ধার হয় শুক্রবার বিকেলে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই পড়ুয়া বেলিয়াতোড় কলেজ থেকে পাশ করে আইটিআই ভর্তি হয়েছিল। পরিবারের সদস্যদের বক্তব্য, সুজয় ব্যাগ নিয়ে বাজার করতে বের হয়েছিল। দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজখবর নিয়ে এই দুর্ঘটনার কথা জানতে পারেন। এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া- মশাগ্রাম রেলপথে।

