অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, কলকাতা, ১৮ জানুয়ারি: এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বারাকপুরের গান্ধী স্মারক সংগ্রহালয় গান্ধীজি সম্পর্কিত বহুল প্রচলিত, বর্তমানে অনুপলব্ধ দুটি বই প্রকাশ করছে।
প্রয়াত ‘পদ্মভূষণ’ শৈলেশ কুমার বন্দ্যোপাধ্যায় সংকলিত বাংলায় অনুদিত দুটি বই পুনরায় প্রকাশ করছে এই প্রতিষ্ঠান। বই দুটির নাম ‘আমার ধ্যানের ভারত’ ও ‘নারী ও সামাজিক অবিচার’। দুটি বই প্রয়াত শৈলেশবাবুর কনিষ্ঠা কন্যা ঈশানী বন্দ্যোপাধ্যায়ের অনুমতি এবং তাঁর আন্তরিক সৌজন্যে সংগ্রহালয় ইতিমধ্যেই পুনরায় প্রকাশ করল।
‘আমার ধ্যানের ভারত’ – সংকলনটিতে মহাত্মার জীবনব্যাপী সাধনার চালচিত্র বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন প্রয়াত শৈলেশবাবু। তাঁর সেই অদম্য প্রয়াস একালের জিজ্ঞাসু পাঠক-চিন্তক ও সমাজ-পরিবর্তনকামী কর্মীদের প্রয়োজনীয় পাথেয় হতে পারে গান্ধী-রচনার বিপুল সমুদ্র-মন্থনের সার এই সংকলনটির মাধ্যমে।
নারীর সমানাধিকারের জন্য আজীবন যোদ্ধা ছিলেন গান্ধীজি। এ সম্পর্কে বক্তব্য ও উপদেশের মূল্যের প্রাসঙ্গিকতা রয়েছে এখনও। বিষয়টি অনুধাবন করেই গান্ধীজীর অন্যতম সহযোগী রাজকুমারী অমৃতা কাউর ১৯৪২ সালে বইটি প্রথম সম্পাদিত ও সংকলিত করেন। এর গুরুত্ব বাঙালি পাঠকদের কাছেও সমাদৃত।
‘নারী ও সামাজিক অবিচার’ শিরোনামে প্রয়াত শৈলেশ কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত বইটির পুনরায় প্রকাশও বোদ্ধা পাঠকদের কাছে গুরুত্বপূর্ণ। রবিবার সন্ধ্যায় বইমেলা প্রাঙ্গণে গান্ধী স্মারক সংগ্রহালয়ের নিজস্ব স্টলে প্রয়াত শৈলেশবাবুর কন্যা ঈশানী বন্দ্যোপাধ্যায় ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিশেষ গুণীজনদের উপস্থিতিতে সংগ্রহালয়ের উদ্যোগে মূল্যবান বই দুটি সার্বিকভাবে পাঠক-পাঠিকাদের জন্য পুনরায় প্রকাশ করা হবে।
গান্ধী স্মারক সংগ্রহালয়ের অধিকর্তা ডঃ প্রতীক ঘোষ এইপ্রতিবেদককে বলেন, “আমরা আশাবাদী যে আগের প্রকাশনাগুলির মত নব্যভাবে প্রকাশিত এই বই দুটি আবার বাঙালি পাঠক-পাঠিকাদের কাছে সমানভাবেই সমাদৃত হবে।”