পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশ কর্মীর। খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়কের উকুনমারী এলাকার ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারের পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলেই দু’জন পুলিশ কর্মীর মৃত্যু হয়। দুজন এসআই-সহ আহত হয়েছেন মোট চারজন। আহতদের মধ্যে তিনজনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত দুই পুলিশ কর্মী দীপক পাত্র ও বিমান করণ। দীপক পাত্র এনভিএফ পদে কর্মরত, বিমান করণ সিভিক কর্মী।
বৃহস্পতিবার ভোরে নাগাড়ে বৃষ্টি হচ্ছিল। পুলিশের গাড়িটি পেট্রোলিং সেরে নারায়ণগড় থানায় ফিরছিল। সেই সময় মকরামপুর প্লাস্টিক কারখানার সামনে দাঁড়িয়ে থাকা একটি কন্টেইনারের পেছনে সজোরে ধাক্কা মারে পুলিশের গাড়িটি। গাড়িতে ছয়জন ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মকরামপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুই পুলিশ কর্মীকে মৃত ঘোষণা করে। আহত তিন পুলিশ কর্মীকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশের প্রাথমিক অনুমান, ভোরবেলা প্রবল বর্ষণের ফলে দৃশ্যমানতা কম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। কন্টেইনারটিকে আটক করেছে পুলিশ। ঘটনার পরে নারায়ণগড় থানায় আসেন খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার। দুই পুলিশ কর্মীর মৃত্যুতে শোকের আবহ পরিবারে। শোকস্তব্ধ সহকর্মীরাও।

