জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত পিড়াকাটা বিট হাউসের আইসি বিশ্বজিৎ মন্ডল এবং সেকেন্ড অফিসার উৎপল সিংহ মহাপাত্র করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। দুজনেরই স্বল্প উপসর্গ রয়েছে বলে জেলা পুলিশ সূত্রে জানাগেছে।
কয়েকদিন ধরেই দুই আধিকারিক জ্বর এবং গা হাত ব্যাথার উপসর্গে ভুগছিলেন। মঙ্গলবার তারা পরীক্ষার জন্য শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নমুনা দিয়েছিলেন। করোনা আক্রান্ত ওই দুই পুলিশ আধিকারিককে শালবনি কোভিড হাসপাতাল পাঠানো হচ্ছে বলে জেলা পুলিশ সূত্রে জানাগেছে।