আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ এপ্রিল: এক পাগলের তান্ডবে ঘরের আসবাব পত্র ভাঙ্গচুরের পাশাপাশি দুই পুলিশ কর্মী আহত হয়েছেন। বুধবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায়। কালু প্রধান নামে এক ব্যাক্তির বাড়ির পাইপ লাইন বেয়ে এক পাগল ছাদে উঠে ছাদের দরজা বন্ধ করে দেয়। তারপর ছাদে উপদ্রব শুরু করে। ভাঙ্গচুর করতে থাকে আসবাবপত্র।
পরে ডেবরা থানার পুলিস এসে নামানোর চেষ্টা করলে পুলিশকে ইট ছুড়তে শুরু করে। ইটের আঘাতে আহত হয় দুই পুলিশ কর্মী। পরে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। প্রায় এক ঘন্টার চেষ্টায় ওই পাগলটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। করোনা আতংকের মধ্যে আবার পাগলের হামলায় রীতিমতো চিন্তিত এলাকার বাসিন্দারা।