স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ জুন: কৃষ্ণনগরে একটি লরি থেকে ১৫০০ কেজি বস্তাবন্দী ভেজাল ধনে উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এই ভেজাল ধনে উদ্ধার করে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, স্থানীয় ভাবে কেনা নিম্নমানের ধনের সঙ্গে রং মিশিয়ে সেটি মোটা টাকায় বিক্রি করা হচ্ছিল। সূত্রের খবর অনুযায়ী জানা যায় কোতোয়ালি থানার পুলিশকে সঙ্গে নিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কর্মীরা কৃষ্ণনগর পি ডব্লিউ ডি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে এই লরিটিকে আটক করে । বেথুয়াডহরি থেকে নবদ্বীপ হয়ে বিহার যাওয়ার পথে আটক করা হয় ওই লরিটি। মালিক পলাতক হলেও ড্রাইভার এবং খালাসিকে আটক করে পুলিশ। আদালতে তোলা হলে, ধৃতদের তদন্তের স্বার্থে এবং মূল অভিযুক্তের হদিস পেতে কোতোয়ালি থানার পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা লরির চালক এবং লরির খালাসিকে জেল হেফাজতের আবেদন করেন।