স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৩০ মে: জন্মদিনের অনুষ্ঠানে ক্যাটারিং করে বাড়ি ফেরারা পথে পথদুর্ঘটনায় মৃত দুই। আহত হয়েছেন আরও দুই জন। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত আলতাপুর ২ নং অঞ্চলের বোতলবাড়ি এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের নাম কৃষ্ণ দাস (১৮) ও রমেন দাস (১৬)। এদের বাড়ি আলতাপুর ও ভিখনপুরে। পরিবার সূত্রের খবর, রবিবার কদমতলা গ্রামে একটি জন্মদিনের অনুষ্ঠানে ক্যাটারিংয়ের কাজে গিয়েছিলেন কৃষ্ণ, রমেন সহ ৪ বন্ধু। অনুষ্ঠান শেষে গভীর রাতে ৪ জন একটি মোটরবাইকে চেপে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পরেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষ্ণ ও রমেনের। অন্যদিকে শুভ পাল ও পবিত্র জালি নামের অপর ২ জনকে আহত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। যাদের মধ্যে একজনকে বাইরে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে করণদিঘি থানার পুলিশ। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দুর্ঘটনার প্রকৃত কারন খতিয়ে দেখছে পুলিশ।