অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ জুন: বাজ পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির গুরুত্বর জখম একজন মহিলা। ঘটনাটি ঝাড়গ্রাম জেলার জামবনি থানার মুরাকাটি লালবাঁধ এলাকার। মৃত দুই ব্যক্তির নাম বৃহস্পতি মাহাত এবং মদন রানা। আহত মহিলার নাম প্রতিমা মাহাত। আহত মহিলার চিকিৎসা চলছে চিল্কিগড় হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল থেকে ঝাড়গ্ৰাম জেলাজুড়ে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। তার মধ্যে জমিতে চাষের কাজ করার সময় এই ঘটনা ঘটে। মাঠে চাষের কাজ করার সময় হটাৎই বাজ পড়ে। ঘটনায় মৃত্যু হয় দুজনের। আহত হয় আরও একজন। এদিন মৃত দেহ দুটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্ৰাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়।

