child abduction, Barasat, ছেলেধরা সন্দেহে দু’জনকে বেধড়ক মার, পুলিশের গাড়ি ভাঙ্গচুর, এলাকায় উত্তেজনা বারাসতে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
ছেলেধরা সন্দেহে যুগলকে বেধড়ক মারধর। পুলিশ উদ্ধার করতে এলে তাদের ঘিরে বিক্ষোভ। ভাঙ্গচুর করা হয় পুলিশের একটি গাড়ি। বুধবার সকালের ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বারাসত থানার শ্রীনগর এলাকায়। ছেলে ধরা সন্দেহে এক মহিলা-সহ দু’জনকে আটক করে, ঘটনার কথা চাউর হতেই আশপাশের প্রতিবেশীরা বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।

দিন কয়েক আগে কাজিপাড়া এলাকায় এক ১১ বছরের বালক দু’দিন নিখোঁজ থাকার পর তাঁর দেহ পাওয়া যায়। খবর হয়ে যায় যে, ছেলেধরার দল তাকে চুরি করে নিয়ে গিয়ে গলা টিপে খুন করেছে। তারপর থেকেই এই গুজব রটছে, বারাসত, মধ্যমগ্রাম সহ বিভিন্ন এলাকায়। আতঙ্কে এলাকাবাসী। এদিন ওই দুই ব্যক্তি শ্রীনগর চত্বরে ঘোরাঘুড়ি করতে এলাকার কয়েকজন যুবক। তাঁদের আটক করে। জিজ্ঞাসাবাদ করলে তারা যুবকদের কথায় কান না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এরপর লোকজন জড়ো হয়ে তাঁদের বেধড়ক মারধর করে। এলাকায় পুলিশ আসতেই রণক্ষেত্রের চেহারা নেয়।

এ প্রসঙ্গে বারাসতের এসডিপিও বিদ্যাগার আজিঙ্কা সরাসরি আমজনতার সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন, “গুজবে কান দেবেন না। এটা পুরোপুরি গুজব। কাজিপাড়ায় যে ঘটনা ঘটেছিল, তা সম্পূর্ণ ভিন্ন। এর সঙ্গে তার কোনও সম্পর্কই নেই। বাচ্চা চুরির যে গল্প ছড়াচ্ছে, তা সম্পূর্ণ গুজব। সেই গুজবকে বিশ্বাস করে গোলমাল চলছে। আমি আবারও বলছি, গুজবে বিশ্বাস করবেন না। এখানে প্রতিটি বাচ্চা নিরাপদে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *