স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ আগস্ট: নৌকা ডুবির ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। নিখোঁজ আরো দু’জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাষ্ঠশালী ঘাট থেকে কুলতলি ঘাট পার করার সময়। এরা প্রত্যেকেই নদিয়া জেলার কৃষ্ণনগরের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, চারজনের মধ্যে মৃত দুই যুবকের নাম তন্ময় মাঝি এবং তন্ময় শীল শর্মা। বাকি দুই জন সৈকত চট্টোপাধ্যায় ও সৌরভ ভট্টাচার্য নিখোঁজ। তাদের খোঁজে ডুবুরি নামানো হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার সন্ধেয় কুলতলীর ঘাটে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শীর কথায়,
“আমরা কয়েকজন বন্ধু গঙ্গার ঘাটে বসেছিলাম। সেই সময় দেখতে পাই একটি নৌকা মাঝ জলে দুলতে শুরু করে। তার কিছু সময় পর চিৎকার শুনতে পাই। সেই সময় স্থানীয়রা জলে নেমে উদ্ধারের কাজ শুরু করে। তারা নৌকার কাছে পৌঁছে নৌকার মাঝি সহ আরো দু’জনকে উদ্ধার করে। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। মাঝি প্রাণে বেচেঁ যায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুই যুবকের খোঁজে সারারাত ডুবুরি নিয়ে তল্লাশি চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি।