সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ আগস্ট: ফের বজ্রপাতে মৃত্যুর ঘটনা বাঁকুড়ায়। গতকাল সন্ধ্যার কিছু আগে পৃথক ঘটনায় বজ্রপাতে জেলার পাত্রসায়ের ও ইন্দাস থানায় দুই ব্যক্তির মৃত্যু হয়। গত ১৫ দিনে জেলায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জন।
এই প্রেক্ষিতে উল্লেখ্য, গত ২৪ জুলাই এক দিনেই জেলায় বজ্রপাতে মৃত্যু হয়েছিল ৯ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। একের পর এক বজ্রপাতে মৃত্যুতে জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় মঙ্গলবার বিকেলের পর। এতে ইন্দাস থানার পলাশি গ্রামের রাজু বাগদী (৫৫) ও পাত্রসায়ের থানার পাটিত গ্রামের জয়ন্ত মন্ডল (৬৩)এর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে যে, দু’জনেই মাঠে চাষাবাদ করছিলেন। এই সময় বজ্রপাতে দু’জনেই মাঠে লুটিয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান। পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠায়।