চোপড়ায় দুষ্কৃতীদের গুলিতে জখম তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান সহ দুই জন

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৭ জুলাই: দুষ্কৃতীদের গুলিতে জখম হলো তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান সহ দুই জন।চোপড়া থানার গেন্দাবাড়ি বাজার এলাকায় সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জখম দুই জনের নাম আবুল হোসেন ও মুস্তফা কামাল। বাড়ি স্থানীয় অম্বিকা নগর এলাকায়। ঘটনায় অভিযোগের তীর উঠেছে সিপিএম কংগ্রেস জোটের বিরুদ্ধে।

চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা মহম্মদ আজহারউদ্দিন জানান, গতকাল পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুথ স্তরে তাঁদের কর্মসূচি ছিল। সেখানে সিপিএম কংগ্রেসের জোট এর দুষ্কৃতীরা তাদের দলের ওই দুইজনকে গুলি করে। দুই জন জখম। আশঙ্কাজনক অবস্থায় একজনকে মেডিক্যাল কলেজ ও অপরজনকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

জোটের পক্ষে চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি অশোক রায় জানান, সেখানে একশো দিনের কাজের টাকা বিতরণ করছিল তৃণমূল নেতারা। ওই বিষয়টিকে কেন্দ্র করেই গন্ডগোলের সূত্রপাত। তারা এই ঘটনায় যুক্ত নন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এলাকায় শুরু হয়েছে পুলিশি টহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *