সোমনাথ বরাট, আমদের ভারত, বাঁকুড়া, ২০ জুলাই: একটানা বর্ষণে বাঁকুড়া জেলার নদী জলাশয় সব জলে টইটম্বু্র। এর ফলে সতর্কতার কারণে জলে ডুবে মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।আজ সকালে দু’জনের জলে ডুবে মৃত্যুর খবর মিলেছে। দ্বারকেশ্বর নদের বিষ্ণুপুর থানার দমদমা ঘাট এলাকায় আজ সকালে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় ফেরি নৌকা চালকরা। তারাই মৃতদেহটিকে ঘাটের কাছে এনে বিষ্ণুপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে যে, মৃতের নাম মালা শীট। তার বাড়ি ওন্দা থানার আলিঠা গ্রামে। পুলিশের প্রাথমিক অনুমান, বছর ষাটেকের ওই মহিলা স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে যান। এই নিয়ে গত একমাসে দ্বারকেশ্বর নদের জলে ডুবে বাঁকুড়া জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জন। নিম্নচাপ ও ভারী বৃষ্টির জেরে বর্ষার শুরু গত জুন মাসের মাঝামাঝি থেকেই জেলার অন্য নদীগুলির মতোই দ্বারকেশ্বর নদেও দু’কূল ছাপিয়ে জল বইছে। কখনও নদীতে স্নান বা শৌচকর্ম করতে নেমে, কখনও আবার নদীর পাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে নদীর জলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।
নৌকা চালকদের বক্তব্য, রবিবার সকালে দমদমা ফেরিঘাটে নৌকা চালনোর সময় দ্বারকেশ্বর জলের স্রোতে এক মহিলার দেহ ভেসে যেতে দেখেন। তারা নৌকায় করে মৃতদেহটি নদীর পাড়ের কাছে নিয়ে আসেন ও বিষ্ণুপুর থানায় খবর দেন।
অপরদিকে বাঁকুড়া শহর সংলগ্ন পাতাকলায় সমীরণ মাঝি (৪৬) নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের বক্তব্য, প্রতিদিনের মত শনিবার সকাল ৮টা নাগাদ গোডাউনে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় খোঁজ চালানোর সময় পুকুরের জলে ভাসতে দেখা৷ এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতদেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া হাসপাতালে পাঠায়।