পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: রাজ্য সড়কে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই জনের। আহত এক।ঘটনাটি ঘটেছে বেলদা- কাঁথি রাজ্য সড়কের ঠাকুরচক ও খাকুড়দা এলাকার মাঝামাঝি রাজ্য সড়কের আস্তি এলাকায়।
ঘটনায় জানা যায়, বেলদা থানার আস্তি এলাকায় রাজ্য সড়কে বুধবার রাতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। আর এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা গ্রামীন হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই ব্যক্তির নাম শিবু মুখার্জি ও গোবিন্দ ভুঁইঞা, এদের বাড়ি যথাক্রমে খাকুড়দা ও ধনেশ্বরপুর এলাকায়।এবং অপর আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন বেলদা গ্রামীণ হাসপাতালে।
এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ। মৃত দুই ব্যক্তির দেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।