আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ সেপ্টেম্বর: বাড়ির বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুইজনের। মৃতরা সম্পর্কে মা ও ছেলে। জলপাইগুড়ি শহরের ১১ নম্বর ওয়ার্ডের আদর পাড়ার ঘটনা।
রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে বলে দাবি পরিবারের। ঘটনাস্থলে পৌঁছোয় বিদ্যুৎ দফতর ও কোতোয়ালি থানায় পুলিশ। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, মৃতরা হলেন টিঙ্কু রায় (৪৩) ও ননীবালা রায় (৬৩)। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাতে বাড়ির বিদ্যুৎ সংযোগ ছিল না। এরপর বিদ্যুৎ দফতরে অভিযোগ জানায় পরিবার। রাতেই এসে বিদ্যুৎ দফতরের কর্মীরা বাড়ির বিদ্যুতের লাইন ঠিক করে চলে যায়। এ দিন সকালে পড়শিরা চিৎকার শুনে ছুটে আসেন। সম্পূর্ণ বাড়ি শর্টসার্কিট হয়েছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
পড়শি বাসিন্দা পরিতোষ সরকার বলেন, “চিৎকার শুনে এসে দেখি এই ঘটনা। বাড়ির গেট ধরা যাচ্ছিলো না বিদ্যুতের শর্ট দিচ্ছিলো। বাড়িতে আরও তিনজন ছিল। এরপর পুলিশ ও বিদ্যুৎ দফতরে কর্মীরা আসেন। বিদ্যুতের লাইন কেটে মৃতদের উদ্ধার করে।”
মৃতের স্ত্রী অনিতা রায় বলেন, “আমার স্বামীর চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি এই ঘটনা। বিদ্যুৎতের শর্টসার্কিট কিভাবে হল পুরো ঘরে তা বুঝতে পারিনি।”
বিদ্যুৎ দফতরের রিজিওনাল ম্যানেজার সঞ্জয় মন্ডল বলেন, “ঘটনাটি ঘটেছে উপভোক্তার বাড়ির ভিতরের কোনো সমস্যার কারণে। অনুমান টিনের ঘরের কোথাও বিদ্যুৎতের তারে লিক কিংবা জোড়াতালি থাকতে পারে। এই ঘটনায় বিদ্যুৎ দফতরের কোনো দায়বদ্ধতা নেই। কারণ বিদ্যুৎতের খুঁটি থেকে মিটার বক্স পর্যন্ত আমাদের দেখার দায়িত্ব।”
আইসি অর্ঘ্য সরকার বলেন, “প্রাথমিক অনুমান
দু’জনের মৃত্যু হয়েছে বিদ্যুতের শর্ট সার্কিটে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”