সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ৩১ অক্টোবর: আগ্নেয়স্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার হাবড়া থানার পুলিশ। তাদের হাবড়ার বাণীপুর চৌমাথা মোড় থেকে গ্রেফতার করে। উদ্ধার হয় একটি গুলি ভর্তি ওয়ান শাটার পাইপগান। ধৃতের নাম জিতেন দাস, হাবড়া নেহেরুবাগ এলাকায় বাসিন্দা ও বাপ্পা দে, উত্তরা সরদার পাড়া এলাকায় বাসিন্দা বলে পুলিশ জানিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে বাণীপুর চৌমাথা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের আটক করে। উদ্ধার হয় গুলিভর্তি পিস্তল। আরও জানা যায় অভিযুক্ত জিতেন দাস ও বাপ্পা দের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরির অভিযোগ ছিল। পুলিশ তদন্ত করে জানতে পারে বিভিন্ন জায়গায় পণ্য বোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের টায়ার চুরি হয় তার সঙ্গেও যুক্ত আছে অভিযুক্তরা। ধৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আছে। ওই দুষ্কৃতীদের সঙ্গে আরও কেউ যুক্ত কি না সেটাও খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের শনিবার বারাসত আদালতে পাঠানো হয়।