আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৮ নভেম্বর: বসিরহাট মহকুমা বাদুড়িয়া থানা কাটিহাট এলাকা থেকে দুই কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে সাড়ে ৫ লিটার তরল মাদক ও ৩০০ লিটার দেশী মদ যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। আজ রবিবার ভোররাতে ভাগ বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের অনিল সাউয়ের নেতৃত্বে একদল পুলিশ সংগ্রামপুর–স্বরূপনগর রোডের কাটিহাট ব্রিজ এলাকা থেকে এই দুই কুখ্যাত মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে। এদের বিরুদ্ধে সীমান্তে মাদক পাচারের সঙ্গে যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

