জয় লাহা, দুর্গাপুর, ৬ আগস্ট: সড়ক সম্প্রসারণের নির্মাণ কাজ চলছে জোরকদমে। তার জেরে সংকীর্ণ হয়েছে সড়ক। দুর্ঘটনা ঠেকাতে দেওয়া হয়েছে কংক্রিটের ডিভাইডার। আর রেসিংয়ে বেরিয়ে ওই ডিভাইডারের ধাক্কায় মৃত্যু হল দুই রেসারের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ১৯ নং জাতীয় সড়কের বুদবুদের সাধুনগর মোড়ে।
পুলিশ সুত্রে জানাগেছে, মৃতদের নাম ইন্দ্রজিৎ মিস্ত্রি (৩০) ও আনারুল শেখ (৩২), দুজনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবারে। ঘটনায় জানাগেছে, শনিবার ১০ টি মোটরবাইকের একটি দল পুরুলিয়ার অযোধ্যা যাচ্ছিল। আনারুল ও ইন্দ্রজিৎ ছিল একটি মোটর বাইকে। হেলমেট সহ সমস্তরকমের সেফটি গার্ড ছিল। এদিন ১১ টা নাগাদ জাতীয় সড়কের বুদবুদ সাধুনগর এলাকায় রাস্তার বাঁ দিকে থাকা ডিভাইডারে নিয়ন্ত্রন হারিয়ে আনারুলের মোটরবাইকটি ধাক্কা মারে। তার মোটরসাইকেলের পিছনে ছিল ইন্দ্রজিৎ। ধাক্কার জেরে দুজনেই বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। দুমড়ে মুচড়ে যায় তাদের বাইকটি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুদবুদ থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্থদের বাকি সহপাটিদের সহযোগিতায় তাদের দু’জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ইন্দ্রজিৎকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘন্টাখানেক পর আনারুলেরও মৃত্যু হয়। পুলিশের প্রাথমিক অনুমান দ্রুতগতির জন্য বেসামাল হয়ে ধাক্কা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

