স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ জুলাই: হাসপাতালের বেড ভেঙ্গে পড়ে গেল সদ্যোজাত শিশু ও মা। হাসপাতালের একই বেডে দুই মা ও দুই সদ্যোজাতকে রাখার অভিযোগ। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রানাঘাটের বাসিন্দা সুজাতা মিত্র প্রসব যন্ত্রণা নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হলে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। রোগীদের জন্য বেড কম থাকায় একই বেডে দুই মা ২ সদ্যোজাত শিশুকে রাখা হয়েছে। অভিযোগ, আচমকাই বেড ভেঙ্গে পড়ে যায় মা ও শিশু। সেই সময় অবশ্য মা-শিশু একাই ছিল। পড়ে গিয়ে আঘাত লাগে মায়ের। শিশুটিকে কয়েকজন ছুটে এসে ধরে ফেললে বাচ্চাটি রক্ষা পায়।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে দুজনেই ভালো আছে। বিষয়টি নিয়ে রোগীর অভিভাবক কর্তব্যরত নার্সদের জানাতে গেলে মেলে দুর্ব্যবহার। তারা রীতিমত রোগীর পরিবারকে পুলিশের হুমকি দেয় বলে অভিযোগ। রোগীর পরিবার সূত্রে জানা যায়, তারা মা ও শিশুকে নিয়ে যথেষ্ট আতঙ্কিত। আদৌ এরপরেও অন্য কোনো কিছু হবে কিনা সেই ভাবনায় তারা আতঙ্কে দিন কাটাচ্ছে।

এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটির সত্যতা কার্যত স্বীকার করে নেন। তিনি জানান, বেড কম থাকায় একসঙ্গে দু’জন রোগীকে রাখা হচ্ছে। তার ফলেই হয়তো এই ধরনের ঘটনা ঘটেছে। যাতে এর পরে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

