আমাদের ভারত, নদিয়া, ২৪ জুলাই: নদিয়া শান্তিপুর থানার বেলঘড়িয়া ২ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ঘোড়ালিয়া খাপড়া ঢাঙ্গার বাসিন্দা কানাই বিশ্বাস তিনি ভিন রাজ্য অর্থাৎ পুনেতে হোটেলের কাজে গিয়েছিলেন। পরিবার সূত্রে জানা যায়, সেখানেই তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই মৃত্যু হয় কানাই বিশ্বাসের।
পরিবার সূত্রে জানা যায় কানাইবাবুর বয়স আনুমানিক ৪২ বছর। এরপর সেই মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসার পথে নাগপুর এলাকায় দুর্ঘটনায় কবলে পড়ে অ্যাম্বুলেন্স। সেখানেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালক সহ কানাই বিশ্বাসের এক আত্মীয়। সূত্রের খবর, কানাই বিশ্বাসের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে রওনা দিয়েছিলেন শান্তিপুরের উদ্দেশ্যে। এই অ্যাম্বুলেন্সে ছিল অ্যাম্বুলেন্সের দুই চালক, কানাই বিশ্বাসের ছেলে এবং এক নিকট আত্মীয় পঙ্কজ বিশ্বাস, বয়স আনুমানিক ৪৫ বছর। তার বাড়ি নদিয়ার বাতনা এলাকায়। তিনিও পুনেতে হোটেলে কর্মরত ছিলেন।
নাগপুর এলাকায় দুর্ঘটনার মারা যান অ্যাম্বুলেন্স চালক ও কানাইবাবুর নিকট আত্মীয়। ভাগ্যক্রমে বেঁচে যান কানাই বিশ্বাসের ছেলে এবং আর একজন অ্যাম্বুলেন্সে চালক। জানা যায় অ্যাম্বুলেন্সটি পুনে থেকেই ভাড়া করে শান্তিপুরের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। কানাই বিশ্বাসের মৃত্যুতে গোটা পরিবারসহ এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে। আজ মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হবে।