সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৯ মার্চ: ফের নতুন ২ করোনা আক্রান্তের খবর কলকাতায়। ফলে সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ জনে।রবিবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিনে ফের এ রাজ্যে ২ জন নতুন সংক্রামিত খবর পাওয়া গিয়েছে, যার মধ্যে একজন চিকিৎসক।
তবে এর পাশাপাশি রয়েছে স্বস্তির খবরও। রবিবার সকালে জানা যায়, রাজ্যে প্রথম করোনা আক্রান্ত যুবক যিনি সরকারি আমলার পুত্র, হাবড়ার বাসিন্দা তরুণী এবং বালিগঞ্জের যে যুবক লন্ডন থেকে ফিরে এসেছিলেন তাঁর বাবার রিপোর্ট নেগেটিভ এসেছে। রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তিতে চিকিৎসকরা। আরও নিশ্চিত হতে ওই তিন আক্রান্তের শরীর থেকে দ্বিতীয় বার নমুনা সংগ্রহ করে ফের পরীক্ষা করানো হবে।
অন্যদিকে জানা গিয়েছে, নতুন দু’জনের মধ্যে একজন পেশায় আলিপুরের কমান্ডো হাসপাতালের অ্যানাস্থেসিস্ট। জানা গেছে, ১০ মার্চ দিল্লি গিয়েছিলেন তিনি, ফিরে আসেন ১৭ মার্চ। ফেরার পরেই ২৪ মার্চ জ্বরে অসুস্থ হন ৫০ বছরের এই চিকিৎসক। শনিবার রাতে শ্বাসকষ্ট জনিত অসুস্থতা বোধ করায় তিনি হাসপাতালে ভর্তি হন। উপসর্গ দেখে রবিবারই তাঁর নমুনা পরীক্ষা করা হয় এবং সেই নমুনা পরীক্ষার রিপোর্টে নভেল করোনাভাইরাস সংক্রমণের অস্তিত্ব মিলেছে বলে জানা গিয়েছে। এই ক’দিনে তিনি কার কার সংস্পর্শে এসেছেন, সেটা খোঁজ নেওয়ার চেষ্টা চলছে।
জানা গিয়েছে, আরও এক জন ৬৬ বছর আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। তিনি বরানগরের বাসিন্দা এবং তাঁর শ্বাসকষ্ট রয়েছে। ২৬ মার্চ থেকে তিনি অসুস্থ হন এবং শনিবার হাসপাতালে ভর্তি হন। তিনি কলকাতার লেকটাউন শ্রীভূমির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন। আরও জানা গিয়েছে, তিনি বিদেশ বা কোথাও না গেলেও তার এক ভাই মধ্যপ্রদেশ থেকে এসেছিলেন। পরে তিনি ফেরত চলে যান। ওই ভাইয়ের মাধ্যমে তিনি সংক্রামিত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার সন্ধ্যাতেই মোট ৩ জনের শরীরে করোনা ধরা পড়েছিল এ রাজ্যে। তাঁদের মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের রোগী। কালিম্পংয়ে করোনা আক্রান্ত মহিলার সংস্পর্শে আসায় তিনজনকে ভর্তি করা হল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। অন্য দুই আক্রান্ত মহিলা এগরার মহিলাদের আজ সকালে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এ রাজ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে দমদমের এক বাসিন্দার। করোনা আক্রান্ত নয়াবাদের প্রৌঢ়ের অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি এখনও ভেন্টিলেশনে রয়েছেন।