আশিস মণ্ডল, রামপুরহাট, ২৯ জুন: গোপন সূত্রে খবর পেয়ে দুই দুষ্কৃতিকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ ও ধারালো অস্ত্র। সোমবার রাত ৮ নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ রামপুরহাট- মাড়গ্রাম রাস্তায় তাদের গ্রেফতার করে। ধৃতরা হল চঞ্চল হোসেন এবং উজ্জ্বল হোসেন। তাদের বাড়ি মাড়গ্রাম থানার রাখাপাড়ায়। দুজনেই সহদর ভাই। পুলিশ জানিয়েছেন, তারা ছিনতাইয়ের উদ্দেশ্য দাঁড়িয়েছিল। গোপন সূত্রে সেই খবর পেয়ে রামপুরহাট থানার মহিলা সাব ইন্সপেক্টর ঝুমুর সিনহার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে হানা দেয়। হাতেনাতে পুলিশ তাদের গ্রেফতার করে।
এদিন ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক পরাগ নিয়োগী তাদের চারদিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে জানান সরকারি আইনজীবী সুরজিৎ সিনহা।