আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৩০ আগস্ট: জলঙ্গী থানার অন্তর্গত ভাদুরায়পাড়া এলাকায় শনিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বোমা তৈরির মশলা সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃত দুজনকে রবিবার আদালতে পাঠানো হয় এবং পুলিশ হেফাজতে নেওয়া জন্য আবেদন জানানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলঙ্গী থানার অন্তর্গত ভাদুরায়পাড়া এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে বদি বিশ্বাস ও আইনুল হক নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে দুই কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করা হয়। ধৃত দুজন বোমা তৈরির মশলা পাচার করছিল এবং বোমা মশলা বিক্রি করত বলে তদন্তে পুলিশ জানতে পেরেছে। ধৃতদের বাড়ি ডোমকল থানা এলাকায়।

