আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৪ আগস্ট: মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকা বলে পরিচিত সাগরপাড়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ফেনসিল সহ গ্রেফতার দুই মাদক পাচারকারী।
মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরি রাজ কুমার জানান, রবিবার ২৩ আগস্ট রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত সাগরপাড়া থানার পুলিশ সাগরপাড়া থানা এলাকা থেকে দু’জন মাদক কারবারিকে গ্রেফতার করেন এবং তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৪৭০ বোতল ফেনসিডিল এবং একটি টোটো বাজেয়াপ্ত করা হয়। ধৃত দুইজনকে সোমবার আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতে নেওয়া জন্য আবেদন জানানো হয় বলে পুলিশ সুপার জানিয়েছেন। কোথা থেকে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক ফেনসিডিল আনা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

