অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৫ অক্টোবর: পথদুর্ঘটনায় গুরুতর জখম হল ২ জন ব্যক্তি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কলেজ মোড়ে ৯ নম্বর রাজ্য সড়কে।
স্থানীয় সূত্রে জানাগেছে, এদিন একটি যাত্রীবাহী বাসের সাথে একটি মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মোটরসাইকেল থাকা দুজন ব্যক্তি ছিটকে পড়ে রাস্তার উপর গুরুতর জখম হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোপীবল্লভপুর থানার পুলিশ।গোপীবল্লভপুর থানার এসআই দুর্বাদল হালদার ও এএসআই স্বদেশ প্রমানিকের তৎপরতায় দুজনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।