কৃষ্ণনগরে ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই লরি চালকের

আমাদের ভারত, নদীয়া, ১১ অক্টোবর: এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজন লরি চালকের। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ। কৃষ্ণনগর জলঙ্গি সেতু সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা হয়।

জানা যায়, এই দিন ভোরে কৃষ্ণনগর জলঙ্গি সেতু সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর কৃষ্ণনগর থেকে বহরমপুর গামী একটি লরির সাথে অপর দিক থেকে ছুটে আসা একটি পাথরবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় উভয় লরি চালকের। যার কারণে বেশ কিছুক্ষন অবরুদ্ধ হয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল। পরে ধুবুলিয়া থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মৃতদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *