কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ আগস্ট: চন্দ্রকোনার কেঠোর ব্রিজে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ। লরির ধাক্কায় ব্রিজের রেলিংয়ের একাংশ ভেঙ্গে যায়।
জানাগেছে, রাত ১০টা নাগাদ চন্দ্রকোনার দিক থেকে আসছিল একটি ট্রাক এবং উল্টোদিক থেকে চন্দ্রকোনার দিকে একটি লরি যাচ্ছিল। কেটোর ব্রিজের উপরই মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং একটি লরি রেলিং ভেঙ্গে ঝুলতে থাকে তারপর খালাসি ও চালক নদীতে ঝাঁপ দেয়। ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ উপস্থিত হয়ে দুটি ট্রাককে সরানোর ব্যবস্থা করছে ক্রেন দিয়ে। যানজট সৃষ্টি হয়েছে ঘাটাল চন্দ্রকোনা সড়কে। এখনও পর্যন্ত জলে ঝাঁপ দেওয়া দুই ব্যক্তির খোঁজে পাওয়া যায়নি।

