অমিত শাহ’র জনসভায় দুই বাম বিধায়কও বিজেপিতে যোগদান করছেন

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা ও হলদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, ১৮ ডিসেম্বর: শুধু তৃণমূল থেকেই নয় আগামীকাল অমিত শাহের জনসভায় দুই বাম বিধায়কও যোগ দিচ্ছেন বিজেপিতে। এই খবরে শোরগোল পড়ে গেছে জেলাজুড়ে।

শনিবার পশ্চিম মেদিনীপুরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভাতে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করবেন এসে কথা আর বলার অপেক্ষা রাখে না। তবে শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের বামদুর্গেও ভাঙন ধরাচ্ছে বিজেপি। হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মন্ডল বিজেপিতে যোগদান করছে বলে বিজেপি সূত্রে খবর। অন্যদিকে এই জেলার তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দাও বিজেপিতে যোগদান করছেন বলে জানাগেছে।

হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মন্ডল অবশ্য সরাসরি বিজেপিতে যোগ দেওয়ার কথা স্বীকার করেননি। তবে, তিনি যে দলের কাজকর্মে ক্ষুব্ধ তা প্রকাশ করেছেন। তিনি বলেন বিধায়ক হওয়ার পর থেকে তিনি স্বাধীনভাবে কোনও কাজ করতে পারেননি, দলের নেতাদের নির্দেশ মত কাজ করতে হয়েছে। তাছাড়া যাদের মানুষের সঙ্গে যোগাযোগ তাদের গুরুত্ব না দিয়ে অন্যদের গুরুত্ব দিচ্ছে। তিনি বারবার অসম্মানিত হয়েছেন বলেও ক্ষোভ প্রকাশ করেছেন। এইসব কারণে তিনি মানসিকভাবে বিধ্বস্ত। এছাড়া তিনি সিপিএমের ভবিষ্যত কর্মপদ্ধতি নিয়েও সন্দিহান, কারণ আগামী দিনে এই দল কিভাবে চলবে তার কোনও রূপরেখা তার কাছে স্পষ্ট নয়। তাই তিনি জনগণের স্বার্থে জনগণ যা বলবে সেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

বার বার চেষ্টা করেও তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তিনি ফোন ধরেননি।
আগামীকাল পূর্ব মেদিনীপুর থেকে বহু নেতাই বিজেপিতে যোগদান করছেন বলে জানাগেছে। এদের মধ্যে পঞ্চায়েত থেকে জেলাপরিষদ জনপ্রতিনিধিরাও আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *