আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৪ জুলাই: এসইউসিআই ও তৃণমূলের সংঘর্ষের ঘটনায় মৃত্য দুই দলের দুই নেতার। গতকাল রাতে তৃণমূল নেতা অশ্বিনী মান্নার নেতৃত্বে কিছু লোক এসইউসিআই নেতা সুধাংশু জানার বাড়ির কাছে হামলা চালালে স্থানীয়দের মারে মৃত্যু হয় তৃণমূল নেতার। পরে সুধাংশু জানার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় তার নিজের বাড়ি থেকে।
শুক্রবার রাত দশটা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার মৈপিঠ কোস্টাল থানা এলাকার তৃণমূলের স্থানীয় নেতা অশ্বিনী মান্নার নেতৃত্বে কিছু লোক এসইউসিআই নেতা সুধাংশু জানার বাড়ির কাছে কয়েকটা দোকানে হামলা চালায়। এই ঘটনায় স্থানীয় লোকজন ক্ষেপে গিয়ে তাদের বাধা দেয় এবং মারধর করে। অশ্বিনী মান্না সহ কয়েকজন গুরুতর আহত হয়। আজ ভোর রাতে অশ্বিনী মারা যান। যুব তৃণমূল নেতা অশ্বিনীর মৃত্যুর খবরে স্থানীয় যুব তৃণমূল কর্মীরা আজ সকাল থেকে জায়গায় জায়গায় অবরোধ এবং এসইউসিআই কর্মীদের বাড়ি ও দোকানে অগ্নি সংযোগ করতে থাকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে অবস্থা আয়ত্ত্বে আনার চেষ্টা করে। কিন্তু ইতিমধ্যেই এসইউসিআই নেতা সুধাংশু জানার বাড়িতে ওনাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে।
ঐ ঘটনায় এখনো পর্যন্ত প্রায় এগারো জনকে আটক করেছে পুলিশ। এলাকায় চলছে পুলিশি তল্লাশি।