সাথী দাস, পুরুলিয়া, ২৯ আগস্ট: বরাকর-পুরুলিয়া রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। ঘটনায় আহত হন ৯ জন। আজ বেলার দিকে দুর্ঘটনাটি ঘটে।
জানাগেছে, বরাকর-পুরুলিয়া ৫ নং রাজ্য সড়কে রঘুনাথপুর থানার ঝাড়ুখামার মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়ে যায় একটি ওয়াগনরের সঙ্গে অটোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ ব্যক্তির। আহত হন ৯ জন। তাঁদের রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য যানজট হয় ওই রাস্তায়। রঘুনাথপুর থানার পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে নিয়ে আনে।

পুলিশ জানায়, যাত্রী নিয়ে অটোটি রঘুনাথপুরের দিক থেকে ওই রাস্তা দিয়ে নিতুড়িয়ার দিকে যাচ্ছিল। সেই সময় ঠিক উল্টো দিক আসানসোল থেকে আসা ওয়াগনরের সঙ্গে অটোর মুখোমুখি ধাক্কা হয়। দুটি গাড়ি গতিতে থাকায় দুমড়ে যায় অটোটি, ক্ষতিগ্রস্ত হয় ওয়াগনরের সামনের দিক। দুটি গাড়ির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অটোর মৃত যাত্রীর নাম সুরেশ বাদ্যকর(২৫)। তাঁর বাড়ি রঘুনাথপুর থানার লছিয়াড়া গ্রামে। মৃত ওয়াগনরের ষাটোর্ধ্ব যাত্রীর নাম রবীন্দ্রনাথ দাস, বাড়ি আসানসোলে।

