আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২২ জুলাই: বজ্রাঘাতে মৃত্যু হল দু’জনের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার গোদাবর গ্রামে। মৃতদের নাম অর্ধেন্দু হালদার(২৪) ও বিউটি মণ্ডল(১৩)। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বজ্রাঘাতে আরও দুজন গুরুতর জখম হয়েছেন। আহতদের জামতলা ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন বিকেল তিনটে নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে মাঠে চাষের কাজ করতে যাচ্ছিলেন এরা। সেই সময় আচমকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে শুরু করলে এরা সকলেই একটি গাছের তলায় আশ্রয় নেন। ঠিক তখন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের। ঘটনার খবর জানতে পেরে স্থানীয়রাই প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। তড়িঘড়ি তাঁদের জামতলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল পৌঁছন হাসপাতালে।

