আমাদের ভারত, বাঁকুড়া, ২জুলাই: রাস্তায় পড়ে থাকা বিদ্যতের তারে তড়িদাহত হয়ে এক বৃদ্ধার মৃত্যু হল। তাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক প্রৌঢ়। আজ সকালে বাঁকুড়া সদর থানার ভূতসহর গ্ৰামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সারা গ্ৰামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ঝড় বৃষ্টি হলে বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকে। এ রকম বিপজ্জনক অবস্হা সত্বেও স্হানীয় বিদ্যুৎ দপ্তর উদাসীন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আজ সকালে প্রতিদিনের অভ্যাস মত পার্বতী ঘোষ(৬২) গোয়ালঘর পরিষ্কার করার জন্য রাস্তায় বের হন। রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে তিনি তড়িদাহত হয়ে ঘটনাস্হলেই প্রাণ হারান। বৃদ্ধার এই অবস্হা দেখে তাকে বাঁচাতে এগিয়ে আসেন গ্ৰামের বাসিন্দা অনঙ্গ ঘোষ। বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে তিনিও তড়িদাহত হন।তৎক্ষনাৎ তাদের বাঁকুড়াসম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।
বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিদ্যুতের তারে তড়িদাহত হয়ে ভূতসহরে দুজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।পুলিশ অস্বাভাবিক মৃত্যু র তদন্ত শুরু করেছে।

