কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর,১৮ সেপ্টেম্বর:
পারিবারিক বিবাদের জেরে কাকার গোষ্ঠীর বোমাবাজিতে মৃত্যু হলো ভাইপো সহ আরও একজনের। ঘটনায় আহত আরো দুজন। বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই সংঘর্ষ।
জানা যায়, কেশপুরের দামোদরচকের বাসিন্দা কাকা শেখ আক্তারের সঙ্গে ভাইপো শেখ সেলিমের বিষয়সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। আর সেই বিবাদের জেরে কাল বচসা চরমে ওঠে, যা রূপ নেয় সংঘর্ষের। গতকাল রাতে কাকা শেখ আক্তারের লোকজনদের বোমাবাজির জেরে মৃত্যু হয় শেখ নাসির নামে সম্পর্কে ভাইপোর বলে অভিযোগ। বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যায় সেক মাজহার নামে ১৪ বছর বয়সের এক কিশোর। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কেশপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও উভয় পক্ষই তৃণমূলের সঙ্গে যুক্ত বলে জানা গেছে। কেশপুরের ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠি জানিয়েছেন, দুপক্ষই তৃণমূলের সমর্থক হলেও এটা সম্পূর্ণ পারিবারিক’ বিবাদ। একই কথা জানিয়েছেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী অন্তরা ভট্টাচার্য। তিনি বলেন, এটি তৃণমূলের নিজেদের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা।