আগুনে ভস্মীভূত দুটো বাড়ি, হাবড়ায় দিশেহারা দুই পরিবার

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৪ ফেব্রুয়ারি: বুধবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে পুরোপুরি পুড়ে ছাই দুটো বাড়ি ও বাড়িতে থাকা আসবাবপত্র, টাকা-পয়সা সমস্ত কিছু। ঘটনাটি ঘটেছে হাবড়ার এক নম্বর ওয়ার্ডের আয়রা এলাকায়। হঠাৎ আগুন লাগার পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থা থেকে কোনোরকমে প্রাণে বাঁচতে সক্ষম হল।

জানা গিয়েছে, আয়রা এলাকার বাসিন্দা শিবুপদ ভট্টাচার্য, বয়স ৮৩ বছর, বয়স যজমানি করা তার কাজ। বাড়িতে তার বৃদ্ধা স্ত্রী ও দুই নাতি ছিলেন তার বাড়িতেই প্রথম হঠাৎ আগুন লাগে। বাড়িতে থাকা নগদ প্রায় ৫০ হাজার টাকা, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গিয়েছে। কোনোক্রমে প্রাণে বাঁচেন এই চারজন সদস্য ।

শিবুপদ ভট্টাচার্যের বাড়ি আগুন ধরার পর বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে। নিমিষেই দাউ দাউ করে জ্বলতে থাকে সঞ্জয় দে নামে পেশায় ভ্যানচালক প্রতিবেশীর বাড়িও। সঞ্জয়ের ছেলে মৃত্যুঞ্জয় দে জানায়, এলাকায় ক্যাটারিং করে ও একটি মোবাইলের দোকানে কাজ করে ৭০ হাজার টাকা বাড়িতে জমিয়ে ছিল। বোনের পড়াশোনা ও একটি বাইক কিনে ফ্লিপকার্টে কাজ করবে এটাই ছিল তাঁর স্বপ্ন। পাশাপাশি মৃত্যুঞ্জয়ের বোন সহেলি হাবড়া শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে ইতিহাসে অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মেধাবী ছাত্রীর সমস্ত ডকুমেন্টস পুড়ে গিয়েছে। দুটি পরিবারের সদস্যদের পরনের পোশাক টুকু ছাড়া আর কিছুই বেঁচে নেই।

রাতেই আগুন লাগার খবরে এলাকার বাসিন্দারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ও পুলিশ মারফত দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ছাই সমস্ত কিছু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *