স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১ জানুয়ারি: বিয়ের দু’ ঘণ্টা আগে রহস্যজনকভাবে রেলে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের নাম মুজাক্কির ইসলাম। বাড়ি ইসলামপুর থানার ধনতলা এলাকায়। রবিবার রাতেই ছিল তার বিয়ের অনুষ্ঠান। বিয়ের প্রস্তুতির কাজ যখন একদম শেষ সেই মুহূর্তে আচমকা ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয় স্টেশন সংলগ্ন এলাকায়।
ছেলের বাবা দবিরুল ইসলামের অভিযোগ, রবিবার তার ছেলের জন্মদিন ছিল। তাই বিয়ের তারিখ হলেও তিনি রবিবার রাত বারোটার পর নিকাহর কাজ শেষ করতে অনুরোধ জানান মেয়ের বাড়ির লোককে। কিন্তু তারা বিষয়টি কিছুতেই মানতে নারাজ। এরপরেই আচমকা বাড়ি থেকে ছেলেকে আর খুঁজে পাওয়া যায়নি। তার আরও অভিযোগ, তার ছেলে কোচিং ক্লাস করতেন ধনতলা বাজারে। সেই কোচিং ক্লাসের সমস্ত জিনিসপত্র দুষ্কৃতীরা পুড়িয়ে দিয়েছে।
অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি তথা স্বামী মহম্মদ সাব্বির আহমদ জানান, ছেলেটির কোচিং ক্লাসে মেয়েটি টিউশন পড়তো। সেখান থেকে দুজনের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। এনিয়ে একটা উত্তেজনাও তৈরি হয়। আর এরপরই হঠাৎ এদিন রাতে ছেলেটির আত্মহত্যার খবর আসে। কিছুক্ষণ পর দেখা যায় চার-পাঁচশো মানুষ গ্রাম পঞ্চায়েতের মূল গেটের সামনে আগুন লাগিয়ে দেয় এবং তালা ভাঙ্গার চেষ্টা করে ও বিক্ষোভ দেখায়। পরে পুলিশ এসে তা সামাল দেয়।
স্থানীয় সূত্র অনুযায়ী জানা যায়, সম্প্রতি ছেলেটি ও মেয়েটির একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। আর তারপরই এই দুই পরিবারের তরফে আলাপ-আলোচনার মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বিয়ের রাতেই ওই যুবকের আত্মহত্যার ঘটনায় রহস্য ক্রমশ ঘনীভূত হয়ে উঠেছে এলাকায়। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, আত্মহত্যার এই ঘটনার পর মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয়েছে ইসলামপুর হাসপাতালের মর্গে। মৃতর পরিবারের অভিযোগ হাতে পেলে তারপর বিষয়টি খতিয়ে দেখে তদন্তর কাজ শুরু করবে পুলিশ।