সাথী প্রামানিক, পুরুলিয়া, ২১ এপ্রিল: সবজির দাম বেশি নেওয়াকে কেন্দ্র করে দু পক্ষের ঝামেলায় উত্তপ্ত হয়ে উঠে পুরুলিয়ার পাড়া থানার হরিহরপুর গ্রাম। ইঁট পাটকেল ছোঁড়া ছুড়ি ও হাতা হাতি হয় দু’পক্ষের মধ্যে। ভাঙ্গচুর হয় একাধিক গাড়ি। ঘটনার খবর পেয়ে পাড়া থানার পুলিশ গ্রামে যায়। পরে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক, সিআই সহ আইসি সাঁওতালডি, রঘুনাথপুর থানা, আদ্রা থানার পুলিশ। নামানো হয় র্যাফ। বিকেল পর্যন্ত দুই পক্ষের ৭ জনকে আটক করেছে পুলিশ। চাপা উত্তেজনা থাকায় এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেটিং। স্থানীয় দুই যুবকের মধ্যে সবজির দাম নিয়ে বচসা থেকেই ঘটনা বড় আকার নেয় বলে জানা গিয়েছে।


