মেদিনীপুরের দুই কন্যাশ্রীর লক্ষ টাকা দান

আমাদের ভারত, ৮ এপ্রিল: মেদিনীপুরের দুই কন্যা তনয়া আর অনন্যা। দুজনেই কন্যাশ্রী। তনয়া বর্তমানে কলকাতার একটি হাসপাতালে নার্সের পেশায় কর্মরতা, অন্য বোন অনন্যা রাজ্যস্তরে এবং জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহু পদক জয় করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছে। সেই সঙ্গে মেধাবৃত্তি সম্মানও পেয়েছেন। করোনা মহামারীতে রাজ্য সরকারকে সাহায্য করার জন্য নিজেদের সঞ্চিত এক লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে এই দুই বোন। এই কৃতি কন্যারা বর্তমানে কলকাতায় থাকায় তাদের গর্বিত বাবা গৌরহরি বেরা, জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) প্রণব বিশ্বাসের হাতে দুই মেয়ের পাঠানো চেকটি তুলে দিয়েছেন। তাদের আবেদন,
চাকরি করা রাজ্যের অন্যান্য কন্যাশ্রীরাও করোনা রোগীদের সেবায় এগিয়ে আসুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *