জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুন: খড়্গপুর টাউন থানার আইসি’র নির্দেশে উইনার্স টিম ও পিসি পার্টির ইনচার্জ কৃষ্ণপদ কিসকু মঙ্গলবার সন্ধ্যায় খড়্গপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড চত্বর থেকে ড্রাগ পাচারের মূল পান্ডা আখতারি বিবি ও আসিয়া বিবিকে গ্রেফতার করে। জানা যায়, এই দুই ড্রাগ পাচারকারীর বাড়ি শহরের ২২ নম্বর ওয়ার্ডের নিউ বাস স্ট্যান্ড গান্ধী নগর ও কমল নগরে।
পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকে উদ্ধার হয় কোডাইন মিক্সচার লিকুইড। এই লিকুইড দিয়েই মূল পান্ডা দুই মহিলা ড্রাগ তৈরি করতো। আজ তাদের মেদিনীপুর আদালতে তোলা হয়। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

