জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ সেপ্টেম্বর: দুটি দাঁতালের মধ্যে এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে শালবনিতে। মঙ্গলবার বিকেলের পর শালবনি ব্লকের মহিষডোবার জঙ্গলে দুটি দাঁতালের মধ্যে লড়াই শুরু হয়। হাতি দুটির গর্জনে ঘটনাস্থলে ভিড় করেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের কর্মীরা।
জানা গেছে, কিছুদিন ধরে ওই এলাকায় সাত-আটটি হাতি ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে একটি পুরুষ হাতি ওই এলাকায় দলছুট হয়ে দীর্ঘদিন ঘুরে বেড়ানো অন্য একটি হাতির মুখোমুখি হওয়ায় তাদের মধ্যে লড়াই শুরু হয়। তবে এক্ষেত্রে বনদপ্তরের কর্মীদের কিছু করার থাকে না। কিছুদিন আগে মধুপুরের জঙ্গলে দুটি দাঁতালের ভয়ঙ্কর লড়াই হয়। দুটি হাতিরই দাঁত ভেঙ্গে যায়।
মেদিনীপুর বন বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় এক ঘন্টা লড়াই চালানোর পর দাঁতের আঘাতে জখম দলছুট হাতিটি রণে ভঙ্গ দিয়ে হুমগড়ের জঙ্গলের দিকে চলে যায়। হুমগড় রেঞ্জের আমলাগোড়া বিট এলাকার আমলাগোড়া গ্রামে ওই হাতিটি দুটি ঘরে ভাঙ্গচুর চালায় এবং খাবারের সন্ধানে জঙ্গলে একটি লরি আটকায়। খাবার না পেয়ে লরিটি উল্টে দেয় জখম দাঁতালটি।