দুজন চিকিৎসক করোনা পজিটিভ, বন্ধ কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে রোগী ভর্তি এবং চিকিৎসা পরিষেবা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১১ সেপ্টেম্বর: কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের দুজন চিকিৎসকের করোনা পজিটিভ ধরা পড়েছে। তাই গতকাল দুপুর থেকে সাময়িকভাবে বন্ধ রোগী ভর্তি এবং চিকিৎসা পরিষেবা। ওই দুই ডাক্তারের একজন গতকালও ডিউটি করেছেন।

জানা যায়, গতকাল দুপুর আড়াইটা নাগাদ কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের দুই ডাক্তারের করোনা পজিটিভ ধরা পড়ে। তারপরেই ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী একমাত্র গুরুত্বপূর্ণ এই গ্রামীণ হাসপাতাল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাক্তার সাথী কুন্ডু জানান, আমার হাসপাতালে দুজন ডাক্তারের করোনা পজিটিভ এসেছে। গতকাল যিনি অন ডিউটি ডাক্তারবাবু ছিলেন তাঁরই করোনা পজিটিভ এসছে। তার ফলে অন্যান্য স্টাফ যাঁরা অন ডিউটি ছিলেন তারাও তাঁর সংস্পর্শে এসেছেন। সেই জন্য জরুরী পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আজকের মধ্যে আমরা স্যানিটাইজার করে জরুরী পরিষেবা চালু করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *