কোলাঘাটে পুকুরে স্নান করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২, আহত ১ জন

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৫ জুলাই: পুকুরে স্নান করার সময় বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ২ ও আহত ১জন। ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার উত্তর পাড়া সাপুয়া গ্রামে।

জানাগেছে, শুভেন্দু সাহু নামে এক ব্যক্তি পুকুরে স্নান করতে নামেন। সেই সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ওই পুকুরে। স্নান করতে থাকা শুভেন্দুর গায়ে লাগে এই ছিঁড়ে পড়া বিদ্যুতের তার। বিদ্যুৎপৃষ্ট হয়ে শুভেন্দু তলিয়ে যেতে থাকেন । সেই সময় ছুটে আসে শুভেন্দুর বাবা এবং কাকা। পুকুরে নামতে তাঁরাও বিদ্যুৎপৃষ্ট হন। পরে তিনজনকে পুকুরপাড়ে তুলে আনা হলে প্রত্যেককেই অচৈতন্য হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় শুভেন্দু সাহু এবং তাঁর কাকা অসিত বরণ সাহুকে তমলুক জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। শুভেন্দু সাহুর বাবা অশোক সাহু ভর্তি রয়েছে নন্দাইগাজন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

উত্তরপাড়া সাপুয়া গ্রাম থেকে ৪১ নম্বর জাতীয় সড়ক আসতে গেলে রাস্তার বেহাল দশা। বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিদের আনতে হয়েছে খাটিয়ায় করে। ফলে অনেকটাই দেরি হয়ে গেছে বলে পরিবারের লোকের অভিযোগ। এলাকায় শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *