আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ২৮ নভেম্বর : কলকাতা মুম্বাই জাতীয় সড়কে কোলাঘাটের শরৎ সেতুর ওপর গাড়ির ধাক্কায় মৃত মোটরসাইকেল আরোহী দুই বন্ধু।
গতকাল রাত্রে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে কলকাতা মুম্বই জাতীয় সড়কের শরৎ সেতুর ওপর দিয়ে দুই বন্ধু মোটর সাইকেলে করে দেউলটির দিক থেকে কোলাঘাট আসার সময় কোলাঘাট এর দিকে থেকে যাওয়া কোনো এক গাড়ির ধাক্কায় রাস্তার উপরে ছিটকে পড়ে চিৎকার করতে থাকে। পথ চলতি স্থানীয় বাসিন্দারা কোলাঘাট থানার পুলিশকে জানায়। কোলাঘাট থানার পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গুরুতর আহত দুজনকে এম্বুলেন্সে করে মেছেদার একটি বেসরকারি নার্সিং হোমে এনে ভর্তি করলে নার্সিং হোমের চিকিৎসক দুই বন্ধুকে মৃত বলে ঘোষণা করে।
মৃত দুজনের একজন সেক ইমরান আলি, বয়স ২৫, বাড়ি কোলাঘাট থানার মহিষাগোট গ্রামে। অপর যুবক দেবাশিস মান্না, বয়স ২৪, বাড়ি কোলাঘাট বিট হাউস্ থানার কোলাগ্রামে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। ঘাতক গাড়িটি পলাতক। তবে কোলাঘাট থানার পুলিশ জানার চেষ্টা করছে কোন গাড়ির ধাক্কায় মৃত্যু হলো দুই বন্ধুর।