আমাদের ভারত, ডায়মন্ড হারবার, ৯ জানুয়ারি: বাস ও অটোর মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল দুজনের। মৃতদের নাম ভীম নস্কর ও দিলীপ গায়েন। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও চার অটোর যাত্রী। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত মোহনপুরের কাছে ১১৭ নম্বর জাতীয় সড়কে। আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে কলকাতা থেকে গঙ্গাসাগরের দিকে যাচ্ছিল একটি বাস, উল্টোদিক ডায়মন্ড হারবার থেকে সরিষার দিকে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই অটো। মোহনপুরের কাছে আসতেই মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও অটোর। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। পরে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে আর একজনের মৃত্যু হয়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। এরা সকলেই অটো যাত্রী। পুলিশের প্রাথমিক অনুমান ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার কারনেই এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার জেরে সকালে ১১৭ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরে ডায়মন্ডহারবার থানার পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার পর বাসটি নিয়ে চালক পালিয়ে যায়। ঘাতক বাসটির খোঁজে তল্লাশি চালাচ্ছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।