Accident, Hirbandh, হীড়বাঁধে পথবাতি লাগানোর সময় ক্রেন উল্টে দু’জনের মৃ*ত্যু, আহত শিশু সহ ৭

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭অক্টোবর: উচ্চ বাতি স্তম্ভ লাগানোর সময় ক্রেন উল্টে মর্মান্তিক দুর্ঘটনায় ২ কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একাধিক শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হীড়বাঁধ থানা এলাকার বহড়ামুড়ি গ্রামে।

স্থানীয় সূত্রে খবর, সরকারি একটি প্রকল্পে বহড়ামুড়ি গ্রামে উচ্চ বাতিস্তম্ভ লাগানোর কাজ চলছিল। এদিন সকাল ১১টা নাগাদ এই কাজে ব্যবহৃত একটি ক্রেন রাস্তার পাশের সেলুনের ওপর উল্টে যায়। এই ঘটনায় বছর ষোলোর মিলন কালিন্দী ও রাজদীপ চক্রবর্তীর মৃত্যু হয়। আহত একাধিক শিশু সহ ৭ জন। স্থানীয়রা দ্রুততার সঙ্গে তাদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বাঁকুড়া-খাতড়া ভায়া ইন্দপুর রাজ্য সড়কও অবরোধ করে বিক্ষোভ দেখায় স্হানীয় বাসিন্দারা। খবর পেয়ে হীড়বাঁধ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা।

স্থানীয়দের দাবি, কোনো ধরণের সুরক্ষার ব্যবস্থা না করেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার এই কাজ করছিল। অবিলম্বে সংশ্লিষ্ট ঠিকাদার ও ক্রেন চালকের গ্রেফতারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তারা জানান।

স্থানীয়দের দাবিকে সমর্থন জানিয়েছে বিজেপিও। দলের হীড়বাঁধ মণ্ডল সভাপতি অতনু হালদার বলেন, সুরক্ষার ব্যবস্থা না করেই এই কাজ করা হচ্ছিল। ঠিকাদার, ক্রেনচালক, মালিক প্রত্যেককে গ্রেফতারের পাশাপাশি আহতদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে বলেও তিনি দাবি করেন। সকাল ১১টা নাগাদ পথ অবরোধ হয়। দুপুর ২.৩০ নাগাদ অবরোধ ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *