পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২৫ মে: মেদিনীপুর কলেজ(স্বশাসিত)- এর এনএসএস ইউনিট এবং মেদিনীপুরের রোটারি আই হসপিটালের যৌথ উদ্যোগে কলেজে অনুষ্ঠিত হচ্ছে দু’দিনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। কলেজের সেমিনার হলে আয়োজিত এই চক্ষু পরীক্ষা শিবিরের প্রথম দিনে চক্ষু পরীক্ষা করান কলেজের শতাধিক ছাত্রছাত্রী এবং অধ্যাপকরা। শিবিরের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডঃ গোপাল চন্দ্র বেরা। বিনামূল্যে চক্ষু পরীক্ষা ছাড়াও চোখের কীভাবে যত্ন নেওয়া যায় সেই বিষয়েও চিকিৎসকদের পরামর্শ নেন উপস্থিত সবাই।
বর্তমান সময়ে পড়াশোনো অনেকটাই কম্পিউটার ও মোবাইল ফোন নির্ভর। ইলেকট্রনিক্স গ্যাজেটের অতিরিক্ত ব্যবহার অনেক সময়েই ক্ষতি করে চোখের। এই পরিস্থিতিতে প্রয়োজন নিয়মিত চক্ষু পরীক্ষার। আর কলেজে সেই সুযোগ মেলায় খুশি পড়ুয়ারা। এই উদ্যোগে আশাব্যঞ্জক সাড়া মেলায় খুশি কলেজের অধ্যক্ষও। তিনি জানান, রোটারি আই হসপিটালের সঙ্গে কলেজের মৌ স্বাক্ষরিত হয়েছে। ভবিষ্যতেও এমন শিবির আরও আয়োজিত হবে।