Training camp, West Midnapur, দুই দিনের কৃষি ও প্রাণি সম্পদের মধ্যে দিয়ে জীবিকা অর্জনের বিশেষ প্রশিক্ষণ শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ অক্টোবর: পশ্চিমবঙ্গ রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ইটিসি হলে শুরু হলো দুই দিনের কৃষি ও প্রাণিসম্পদের মধ্যে দিয়ে জীবিকা অর্জনের বিশেষ প্রশিক্ষণ শিবির।

কল্যাণীর বাইপাডের পক্ষ থেকে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুস্মিতা চৌধুরী। এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অতিরিক্ত জেলাশাসক এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সমবায় উন্নয়ন সমিতির কর্মাধ্যক্ষ আশিস হুদাইত।

পশ্চিমবঙ্গ রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার ইটিসি হলে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শিবিরে ফিনান্সিয়াল লিটেরেসি (FINANCIAL LITERACY)- র উপর আলোচনা শেষে জেলা পরিষদের কৃষি ও সমবায় উন্নয়ন সমিতির কর্মাধ্যক্ষ আশিস হুদাইত সর্বস্তরের পঞ্চায়েত সদস্যদের আবাসিক এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেবার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *